চাঁচলের পাওয়ার অফ্ হিউম‍্যানিটি দুস্থদের দিল নতুন পোশাক, বিলি করল ঈদের প্রয়োজনীয় দ্রব‍্য

উজির আলী, নতুনগতি: ২৪ মে

    একদিকে লকডাউন চলছে তারই মধ‍্যে উতসবের আগমন। রাত পোহালেই খুশির ঈদ।
    কিন্তু লকডাউনে কাজ হারিয়ে দু বেলা যে পেটপুরে খাবেন তারও সংস্থান নেই দুঃস্থ মানুষদের। ফলে উত্সবে যাতে দুমুঠো খাবারের অভাব না হয় সেজন্য ফের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল মালদহের চাঁচলের স্বেচ্ছাসেবী সংস্থা
    মালদহের চাঁচলের পাওয়ার অফ্ হিউম‍্যানিটি।

    চাঁচলের গোরকপুরে তুলে দিচ্ছেন ঈদ সামগ্রী
    চাঁচলের গোরকপুরে তুলে দিচ্ছেন ঈদ সামগ্রী

    রবিবার চাঁচলের পাশাপাশি গ্রামগুলিতে ঈদ সামগ্রী হিসেবে সেমুই,চিনি,ঘি, দুধ,খেজুর সহ ঈদের প্রয়োজনীয় দ্রব‍্য বিলি করেন সংস্থার সদস্যরা।
    এদিনগোরকপুর,মানিকনগর,কুশমাই,গাগরা,
    গালিমপুর,আশাপুর সহ বিভিন্ন গ্রামে প্রায় ৩০০ জন দুঃস্থ বাসিন্দাকে ঈদ সামগ্রী প্রদান করে পাওয়ার অফ্ হিউম‍্যানিটি। সাথে একশো জন মানুষকে নতুন পোশাক ও দেওয়া হয়েছে বলে খবর। ঈদের মুখে ওই খাদ্য সামগ্রী পেয়ে দুশ্চিন্তা দূর হওয়ায় খুশি দুস্থ মানুষেরা।

    গত ২৩ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। আর করোনা রুখতে লকডাউনের ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনি দিন খাই মানুষেরা। কর্মহীন হয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের। তবে তাদের সরকারিভাবে রেশন দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী দিয়ে পুলিশ-প্রশাসনের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। কেউ ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন, কোথাও এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, রাজনৈতিক দলের নেতারা।

    সম্প্রতি লকডাউন শুরু থেকেই গ্রামে গঞ্জের দুঃস্থের চিহ্নিত করে খাদ‍্য সামগ্রী প্রদান করে চলেছেপ ওই স্বেচ্ছাসেবী সংস্থা।তবে ত্রান বিলিতে কোনো শিবির করেননি ওই সংস্থা। সদস‍্যরা পায়ে হেটে,কখনও টোটো বা মোটর বাইকে করে আজ পর্যন্ত প্রায় ২৫০০ দুস্থদের বাড়ীতে খাদ‍্য সামগ্রী পৌঁছে দিয়ে গর্ব অনূভব করছেন সংস্থার সদস‍্য রাইহান হোসেন,সৌম‍্যশ্রী সাহা ও মিজানুর ইসলামরা সহ হকল সদস‍্য। বিকল্প নেই উত্সবেও,খুশির ঈদের আগে ৩০০ টি দুস্হ পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ‍্যদ্রব‍্য পৌঁছে দিল পাওয়ার অফ্ হিউম‍্যানিটি।