|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:২৪ শে মে
ঈদের আগে পুলিশ কর্মীদের সেমুই চিনি সহ নানান ঈদ জাতীয় খাদ্যদ্রব্য দিয়ে ঈদের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করলেন খোদ আই সি। শনিবার সন্ধ্যায় মালদহের চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের তরফে বেশ কয়েকজন পুলিশ কর্মীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে থানা সূত্রে খবর। সামগ্রী পেয়ে খুশি হয়েছেন ওই পুলিশ কর্মীরা।
লকডাউন চলছেই, তবে পুলিশ কর্মীরা হাড়ভাঙা পরিশ্রম করেই চলেছেন। তারা কখনও বাজার,লোকালয়ে সর্বত্রই জমায়েত এড়াতে ছুটে যান। তবে জনসমাগমের শিকার হতে হয় পুলিশ কর্মীদের।
তাই সহকর্মীদের সুরক্ষা বিষয়টি মাথায় রেখে আইসির তরফে ফেস কভার ও প্রদান করা হয়েছে এদিন। ঘন ঘন সার্জিক্যাল মাস্ক বিলি চলছেই থানার তরফে বলে জানিয়েছেন চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ।
পাশাপাশি নতুনগতি সংবাদমাধ্যমের দ্বারা চাঁচল থানা এলাকাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁচল থানার আই সি সুকুমার ঘোষ।