ইদে বাড়ির বাইরে বেরোবেন না, BJP ভিডিয়ো তোলার জন্য ওঁৎ পেতে বসে আছে: মমতা

নতুন গতি নিউজ ডেস্ক: সোমবার খুশির ইদ। মুসলিমদের সব থেকে বড় পরব এবার পালন করতে হবে ঘরে বসেই। আর সেজন্য শনিবার কাতর আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এবার ইদে বাড়ির বাইরে বেরনো কোনও ভাবেই উচিত নয় তা বুঝিয়ে বলেন তিনি। ইদে সবার কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষারও বার্তা দেন তিনি। এমনকী ইদে মুসলিমদের ঘরে রাখতে বিজেপির ভয়ও দেখান তিনি।

    এদিন মমতা বলেন, ‘তেলেনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো? বিজেপি ওৎ পেতে বসে আছে ভিডিয়ো করবে বলে। কখন একটা শকুনি মরবে আর সেই শকুনির মাংস খাবে।’কেন ইদে বাড়ির বাইরে কেন বেরনো উচিৎ নয় তা বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাকে যদি এতটুকুও ভালবেসে থাকেন, ভরসা করেন, দয়া করে এবার ইদে বাড়িতে থাকুন। তিনি বলেন, নইলে আপনাদের সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। ইদে সাম্প্রদায়িক উসকানি থেকেও সবাইকে সতর্ক করেন মমতা। বলেন, ‘সব মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির সমর্থক নন।’

    বলে রাখি, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় মুসলিমরা লকডাউন মানছেন না বলে অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্যকে চিঠিও পাঠায় কেন্দ্র। অভিযোগ যে একেবারে অসত্য নয় তা ইঙ্গিতে বুঝিয়ে দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ইদে লকডাউন শিথিল না করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিল পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন।