|
---|
সেখ সামসুদ্দিন : ৮ মার্চ, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মেমারি পুরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের সম্বর্ধনা দেওয়া হয়। মেমারি পৌরভবনে চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ ১৬ জন কাউন্সিলরের হাতে পুষ্পস্তবক, পেন ও একটি করে মিষ্টির প্যাকেট দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। চেয়ারম্যান বলেন আমরাই শুধু কাউন্সিলর নয়, ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ সকলেই কাউন্সিলার। আমরা সকলে মিলে একযোগে পৌর উন্নয়নে কাজ করব। একইসঙ্গে ব্যবসায়ীদের প্রতি আবেদন জানান প্লাস্টিক মুক্ত পুরসভা গড়তে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং ব্যবসায়ীদের নিয়ে ৭মে একটি মিটিং করবেন। অপরদিকে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা জানান আগামী পাঁচ বছর নবনির্বাচিত কাউন্সিলরদের উপরে আমাদের পৌর পরিষেবা নির্ভর করছে। আশা করব তাদের কাছ থেকে আমরা সর্বতোভাবে সহযোগিতা পাব।