|
---|
সুর ইসলাম: বর্ধমান:০৮ মে,বর্ধমানের ভাতছালায় মুক্তবাংলা পত্রিকার উদ্যোগে আয়োজিত সাহিত্য চর্চার আসরে ০৮ মে রবিবার বিকালে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়।২০১০ সালে প্রতিষ্ঠিত এই সাহিত্য চর্চার আসরের বৈকালিক এই অনুষ্ঠানে অশোক কুমার বর্মন,শিবরাম মজুমদার,তাপস ভূষণ সেনগুপ্ত,পার্বতী মিত্র,চন্দ্রা বসাক,করবী রায়, সুফি রফিক উল ইসলাম,সেখ আজিমুল হক,সেখ হাফিজুল ইসলাম,সেখ মালেক জান, দুলাল দাস প্রমুখ প্রায় ত্রিশ জন এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন। রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদানের পরে স্বরচিত কবিতা পাঠ,বক্তব্য, আলোচনা এবং সঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়।সমগ্ৰ অনুষ্ঠান টি সুললিত কন্ঠে সুচারু সঞ্চালনা করে ভূয়সী প্রশংসিত হন সঞ্চালিকা সায়ন্তি হাজরা।