|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শুক্রবার রুশ রকেট আছড়ে পড়ল পূর্ব ইউক্রেনের ক্রামাটর্সকের রেলস্টেশনে। এই হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক।
ইউক্রেনের রেল দপ্তরের বক্তব্য “এদিন দু’টি রকেট আছড়ে পড়েছে ক্রামাটর্সক রেল স্টেশনে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, ৩৫ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। আহত হয়েছেন ১০০-র বেশি ব্যক্তির।”
হামলার তীব্র নিন্দা করে ডোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান “ওরা সুপরিকল্পিত ভাবে একটা সভ্যতাকে ধ্বংস করছে। এটা সীমাহীন শয়তানি। ওদের শায়েস্তা না করতে পারলে ওরা থামবে না।”