সৌদি আরবে ৫ জন ভারতীয় খুন,অভিযুক্ত সৌদির তিনজনের মৃত্যুদণ্ড

মহঃ রিপন,নতুন গতি:

    ২০১৪ সালের ঘটনার শেষপর্যন্ত দফারফা হতে চলেছে। সৌদি আরব কাজ করতে গিয়ে পাঁচজন ভারতীয় নিখোঁজ হয়ে যান ২০১০ সালে। তারা সৌদি আরবের কফি হাউসের দাফা খামারে কাজ করতেন। কিন্তু সৌদির সরকারী সংস্থা আল হাদি নামে এই খামারটি চুক্তিতে নেন। ২০১৪তারা খনন কার্য করতে গিয়ে পাঁচটি কঙ্কাল পান কঙ্কাল গুলির মুখে তুলো ভরা ও পা গুলো বাঁধা ছিল। তদন্তকারী সংস্থা তদন্তে নেমে জানতে পারেন এই পাঁচটি লাশ হল ২০১০ সালে নিখোঁজ হওয়া ওই পাঁচ ভারতীয় সেলিম, সাহাজাহান, আবু বাক্কার, সেখ দাউদ ও আকবর হোসেনের। কবরের পাশ থেকে পাওয়া আংটি থেকেই পাঁচ অভিযুক্ত অবশেষে ধরা পড়েন তারা হলেন জসিম বিন হাসান, আম্মার বিন ইয়াসির, মুর্তাজা বিন হাসিম, আমির আসাদ তাম,আল মুসাইয়ি। বিচারে তিনজন অভিযুক্ত হন তাদের সৌদি বিচারালয় মৃত্যুদন্ড দেন।