নেতাজিকে নিয়ে নোংরা খেলায় মেতেছে আর এস এস ও বিজেপি: কবির সুমন

মহম্মদ রিপন,  নতুনগতি :

    ১৯৪৫ সালে আর এস এসের সদর দপ্তর নাগপুর থেকে গান্ধিজীর দশমাথা ওয়ালা একটি পোস্টার বার করেন বিজেপি যেখানে গান্ধিজীকে রাবন হিসাবে দেখানো হয় আর সেই দশ মাথাতে একটি মাথা ছিল নেতাজির। এবার সেই নেতাজি, গান্ধিজীকে সামনে রেখে ভোট ব্যাঙ্কের ফায়দা নিতে চাইছে বিজেপি সরকার। সম্প্রতি তারা ঘটা করে নেতাজি আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশপ্রেম দিবস পালন করেন। সেখানে দেখা যায় নরেন্দ্র মোদীকে নেতাজির টুপি মাথায় পড়ে জাতীয় পতাকার সামনে,সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া মাত্রই ক্ষোভের মুখে পড়তে হয় নরেন্দ্র মোদির সরকারকে। ২০১৪ সালে লোকসভা ভোটে পৃথিবীর সবচেয়ে বড় ধরনের প্রলোভন দেখিয়ে ক্ষমতার আসা বিজেপি সরকার এবার ২০১৯সালেও মিথ্যার বাটি হাতে পথে নেমেছে। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের মুখ পুড়লেও মিথ্যার প্রতিশ্রুতি দিতে ব্যস্ত বিজেপি সরকার। রাফেল কান্ডে জড়িত বিজেপি সরকারের তথ্য সামনে আসা মাত্রই হঠিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল ইনভেসটিগেশন অফিসার আলোক বার্মাকে। ৭০ বছরে যা ঘটেনি তাই ঘটল বিজেপির আমলে CBI দপ্তরে হানা দিল CBI যার ফলে সারা দেশ জুড়ে ক্ষোভের হাওয়া বইছে।