পিপলা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন দিবস পালন।

হরিশ্চন্দ্রপুর, ১৫ জুলাইঃ অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে গাছ লাগানোর উৎসব চলছে। রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ শুরু করা হচ্ছে।সোমবার হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের পিপলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চারাগাছ বিতরণ করা হয়।এদিন ছাত্রছাত্রীদের চারাগাছ বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনেও বৃক্ষ রোপণ করা হয়।এদিন চারা গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার চাঁচল-১ নং হরিশ্চন্দ্রপুর – ১ নং ও রতুয়া ব্লকের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার রঞ্জিত কুমার কর্মকার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বনদপ্তরের দেওয়া বিভিন্ন প্রজাতির চারা যেমন সেগুন, মেহগনি ও শিশু প্রভৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।এদিন প্রায় 200 চারাগাছ বিতরণ করা হয়েছে এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ লাগানো হয়েছে।”এবং তিনি আরও জানান, ” একটি গাছ , একটি প্রাণ ” এই শ্লোগানকে সামনে রেখে বন সংরক্ষণের উপর নাটক মঞ্চস্থ করা হয় । নাটকটিতে অংশ গ্রহণ করেছিলেন স্কুল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

    ইংরেজি বিভাগের শিক্ষক,নিলেন্দু দাস জানান, “পরিবেশ ভালো রাখতে গাছ লাগানো জরুরি। আমাদের সকলের গাছ লাগানোর দরকার এবং অযথা গাছ কাটার প্রতিবাদ করতে হবে।”

    চাঁচল মহকুমার তিনটি ব্লকের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার রঞ্জিত কুমার কর্মকার বলেন, সারা বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ে সরকারি নিয়ম মেনে বাহারি গাছ লাগানো ও বাগান তৈরি করা হয়ে থাকে। বন দপ্তর বনমহোৎসবের সহযোগী ভূমিকা পালন করে।”

    স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সেলিনা পারভীন ও মিন্নত খাতুনরা জানান, শিক্ষকদের কাছ থেকে গাছ পেয়ে খুব খুশি।