|
---|
আয়ুব আলি উওর ২৪ পরগনা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত ‘ধুমকেতু’ পত্রিকা র সার্ধশত বর্ষ উপলক্ষে ও নজরুল চর্চা কেন্দ্র ( বারাসাত ) – র বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হল নজরুলের গান ও কবিতা ও নৃত্য প্রতিযোগিতা ১ লা মে বারাসাত রাসবিহারী ইনস্টিটিউট ফর গার্লস বিদ্যালয়ে ,এদিন বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা য় অংশগ্রহণ করে ১০৬ জন প্রতিযোগী,সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়, সমস্ত বিষয়ের ১ম, ২য়,ও ৩য় উত্তীর্ণদের আগামী ৩০ শেষ মে মৌলালী যুব কেন্দ্র অনুষ্ঠান কক্ষে এপার বাংলা ও ওপার বাংলা র বিশিষ্ট জন উপস্থিতিতে নজরুল চর্চা কেন্দ্র বারাসাত এর বার্ষিক অনুষ্ঠান এ পুরস্কার বিতরণ করা হবে বলে জানান সভাপতি অধ্যক্ষ ড: শেখ কামাল উদ্দিন।