|
---|
রাজু আনসারী, অরঙ্গাবাদ : মুর্শিদাবাদের সুতিতে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন জঙ্গিপুর লোকসভার জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী মোর্তুজা হোসেন ওরফে বকুল। শনিবার বিকেলে সুতির অরঙ্গাবাদের একান্ত আপন লজে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুতি-২ ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা থেকে কার্যত আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন (বকুল), সুতি-২ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি সুব্রত দাস, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর জাহাঙ্গীর সেখ সহ দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিড়ি শ্রমিক ইস্যু থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে জঙ্গিপুর লোকসভার বিদায়ী সাংসদকে কড়া আক্রমণ করেন কংগ্রেস প্রার্থী মোর্তুজা হোসেন। প্রার্থী হওয়ার পর থেকেই জঙ্গিপুর লোকসভা এলাকা জুড়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেই দাবি করে ভোটের ময়দানে জেতার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই কংগ্রেস প্রার্থী।