মুর্শিদাবাদের ডোমকলে এ পি ডি আর এর গণঅবস্থান।

সংবাদদাতা : নতুন গতি : মুর্শিদাবাদের ডোমকলে এ পি ডি আর এর গণঅবস্থান। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বেশ কিছু পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণের প্রকাশ এ পি ডি আর এর সদস্য মুকুল মন্ডল হাসপাতলে যাওয়ার পথে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এর হাতে নিগৃহীত হন এবং তাকে বেআইনিভাবে থানায় আটকে রাখা হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এপিডিআর এর পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশনের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ডোমকল থানার এক পুলিশ আধিকারিক মুকুল মন্ডলকে অমানবিকভাবে আক্রান্ত করেন ও থানায় আটকে রাখেন। এই ঘটনা ঘটায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে ডোমকল থানার ইন্সপেক্টর ইনচার্জকে এ ব্যাপারে এক ডেপুটেশন দেওয়া হয়। এ পি ডি আর এর রাজ্য সহ-সম্পাদক আলতাফ আমেদ এই ঘটনা ঘটায় তীব্র নিন্দা করেছেন। এপিডিয়ার এর পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে। এছাড়াও অভিযুক্তির বিরুদ্ধে উপযুক্ত আইনি দ্বারা প্রয়োগ করে এফ আই আর কার্যকর করে হেফাজতে নিয়ে আদালতে হাজির করানোর দাবিও জানানো হয়েছে। আক্রান্ত মুকুল মণ্ডলের চিকিৎসার ব্যয়সহ ক্ষতিপূরণ দিতে হবে। জনসাধারণের উপর সমস্ত রকমের জুলুমবাজি নির্যাতন নিপীড়ন বন্ধ করে আইনের শাসন কায়েম করতে হবে বলে দাবিও জানানো হয়। অবিলম্বে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে এ পিডিআর এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার ও হুমকি দেওয়া হয়েছে।