মেমারি গ্রামীণ হাসপাতালের ১০০০ স্কয়ার ফুটের বিশ্রামাগারের শিলান্যাস।।

নূর আহমেদ : মেমারি গ্রামীণ হাসপাতালের শিলান্যাস করা হলো ১০০০ স্কয়ার ফুটের বিশ্রামাগারের। শনিবার মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী উপ-পুর পৌর প্রধান সুপ্রিয় সামন্ত চিকিৎসক ডক্টর জয়ন্ত দাস এর উপস্থিতিতে নতুন বিশ্রামাগার ভবনটির শিলান্যাস করা হয়। মেমারি পৌরসভার অর্থানুকূল্যে আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যয় আগামী তিন মাসের মধ্যে এই বিশ্রামাগারটি তৈরি করা হবে।। সম্প্রতি মেমারি গ্রামীণ হাসপাতালে ১০০ সজ্জা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এরফলে মেমারি ও তার পার্শ্ববর্তী এলাকার রোগীরা মেমারি হাসপাতালে চিকিৎসা করাতে আসার পর তাদের বিশ্রামের জন্য যাতে কোন সমস্যা সম্মুখীন না হতে হয় তাই এই উদ্যোগ বলে জানেন মেমারি পৌরসভার উপ পৌর প্রধান স্বপন বিষয়ে।