|
---|
নিজস্ব সংবাদদাতা :
আগামী ৩১শে জানুয়ারী কলকাতার রানী রাসমনি রোডে আহলে সুন্নাতুল জামাতের রাজ্য সমাবেশ উপলক্ষে একটি পথ সভা হয় জগৎ বল্লভপুর থানা কমিটির উদ্যোগে বড়গাছিয়া সকাল বাজারে ।
পথ সভায় উপস্থিত ছিলেন আবমার রাজ্য সভাপতি জনাব আবু আফজল জিন্নাহ সাহেব ও বিশিষ্ট লেখক আরাফত আহমেদ ও সমাজসেবী জনাব সামিম আলি মল্লিক সাহেব সহ জগৎবল্লভপুর থানা কমিটির সদস্যগন।
উক্ত সভায় জিন্নাহ সাহেব বলেন যে পীরজাদা আব্বাস সিদ্দীকি ভাইজানের নেতৃত্বে আগামী ৩১শে জানুয়ারী এক ইতিহাস সৃষ্টি হতে চলেছে যার স্বাক্ষী থাকবেন সমগ্র বাংলা অপামর জনসাধারন।তিনি বাংলার শান্তি ও সম্প্রীতির অক্ষুন্ন রাখার আহ্বান করেন এবং সভা শেষে সমগ্র মানবজাতীর কল্যানের জন্য দোওয়া চান।