|
---|
আজিজুর রহমান, গলসি : পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নং ব্লকের আদড়া হাটিতে ৩৫০ জন বিজেপি কর্মী স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। জানা গেছে, আদড়াহাটী অঞ্চলের আদড়া গ্রামের আদিবাসী পাড়ায় হুল দিবস পালনের আয়োজন করে ছিল তৃণমূল নেতৃত্ব। তার জন্য একটি সভার আয়োজনও করেন তারা। যে সভায় আদিবাসী নেতা সিদুকানুকে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় বিধায়ক নবীন চন্দ বাগ, গলসি ২ নং ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল, ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি গুলমহম্মদ মোল্লা, তৃণমূল নেতা সুজিত সাম ও অমিতাভ সাঁই। সেই অনুষ্ঠান সভায় ৩৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছেন বলে দাবী করে তৃণমূল নেতৃত্ব। পূর্ব বর্ধামান জেলা তৃণমূলের সহ সভাপতি নবকুমার হাজরা জানিয়েছেন, আদড়াহাটী অঞ্চলে আমরা বহু জন কল্যান মুলক কাজ করেছি। তারপরও অনেক মানুষ তাদের দল ছেড়ে বিজেপিতে চলে গিয়ে ছিলেন। তারপরও দলীয় নেত্রী মানুষের জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন। আমারা ওই এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প করেছি। মানুষের সহযোগিতায় সব সময় পাশে দাঁড়িয়েছি। তবুও অনেক মানুষ ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছিল। তারপরও আমরা হাল ছাড়িনি। বিধানসভা নির্বাচনে সব বুথে মমতা ব্যানার্জ্জীকে প্রাথী ভেবেই লড়াইয়ে সকলে মিলে সাথ দিয়েছি। তাই আজ আবার তৃণমূলে ফিরে আসছে বহু মানুষ। তিনি বলেন, আজ ওই সভায় এলাকার বিজেপি নেতা বাপ্প ধারার নেতৃত্বে ৩৫০ জন বিজেপি কর্মী তাদের দলে যোগদান করেছেন। সদ্য তৃণমূলে যোগদাতা বিজেপি নেতা বাপ্প ধারা বলেন, ভোট মিটতেই বিজেপি আর তাদের কোন সাহায্য করেনি। তাদের অনেক কর্মী ভয়ে ঘরছাড়া ছিল। তৃণমূল নেতারা তাদের কর্মীদের ঘরে ফিরতে সাহায্য করেছেন। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। তাছাড়া তৃণমূল তাদের এলাকায় বহু কাজ করেছে। তাই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জীর উন্নয়নে সামিল হতেই তারা সবাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।