|
---|
আজিজুর রহমান, পূর্ব বর্ধমান, গলসি : পূর্ব বর্ধমান জেলার গলসি-১ এবং ২ নং ব্লকের সিপিআইএম এরিয়া কমিটির ছাত্র, যুব, মহিলা ও কৃষক ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে আজ গলসি ও বুদবুদ থানায় ডেপুটেশন দেওয়া হল। পাশাপাশি ভ্যাক্সিন দুর্নীতি কান্ডে প্রতিবাদ জানানো হয় তাদের পক্ষ থেকে। এদিন বেলা দশটা নাগাদ এলাকার গলসি ও বুদবুদ বাজারে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন বাম নেতা কর্মীরা। মিছিলে থেকে ভ্যাকসিন কান্ডে জড়িত সকলের শাস্তির দাবী জানিয়ে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি এলাকার দুটি থানায় ডেপুটেশন দেওয়া হয় তাদের পক্ষ থেকে। ওই ডেপুটেশনে দাবী করা হয়, ভ্যাকসিন কান্ডে শুধু প্রতারক দেবাঞ্জন দেব নয় , তাঁর সাথে জড়িত সব দোষী ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে হবে। দোষীদের চিহ্নিত করে তাঁদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনক। ভারতীয় গনতান্তিক যুব ফেডারেশন এর গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক মনসিজ হোসেন বলেন, পিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার খবরের মাধ্যমে তারা জানতে পেরেছেন, ভ্যাকসিন কান্ডে বহু প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ আছে প্রতারক দেবাঞ্জন দেবর। সেই সবকিছু প্রকাশে আানা হোক। যাতে সাধারণ মানুষের কাছে বিষটি স্পষ্ট হয় সেই জন্যই তাদের দলের নির্দেশ এদিন থানায় ডেপুটেশন দিয়েছেন। যাতে ওই কান্ডে প্রতক্ষ্য ও পরোক্ষ ভাবে জড়িত দোষী ব্যক্তি বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেয় তারই দাবী জানিয়েছেন তারা। তিনি আরও জানিয়েছেন, রাজ্য বহু মানুষ এখনও ভ্যাকসিন পাননি। তাই রাজ্য সরকারকে বিনামুল্যে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ায় ব্যবস্থা করতে হবে।