|
---|
ইসরাফিল বৈদ্য, কলকাতা : কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আগামী একুশে আগস্ট সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।সেই উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাব থেকে সাংবাদিক সম্মেলন করে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিরা। কনফারেন্স থেকে তাঁরা বলেন পশ্চিমবঙ্গের ইমাম সাহেবগণ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে আসছে।সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, তাদের খুন করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে উচ্ছেদ করার চেষ্টা চলছে। মনিপুর রাজ্য ৩ মাস ধরে জ্বলছে। হরিয়ানায় পুলিশের সামনে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আসামে সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের টার্গেট করে বুলডোজার ব্যবহার করে হাজার হাজার জনবসতিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশজুড়ে মোদি সরকার অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে।তারা এই অশুভ কর্মকান্ডের তীব্র ভাষায় নিন্দা জানায়।
সম্প্রিতীর পশ্চিমবাংলায় রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ এবং ধর্মনিরপেক্ষ মনোভাবাপন্ন মানুষ যৌথভাবে সম্প্রীতি সুরক্ষা করে রেখেছে। এজন্য সংশ্লিষ্ট মহলকে তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের ইমাম, মুয়াজ্জিনরা দীর্ঘদিন ধরে চেয়েছেন তাদের কিছু বিষয়, কিছু বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে। সংবাদটি মুখ্যমন্ত্রীর নিকট পৌঁছানোর পরে তিনি চেয়েছেন রাজ্যের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে বসে তাদের বিষয়গুলি তিনি শুনবেন, জানবেন। রাজ্যের ইমামরাও চাইছেন তাদের বিষয়গুলির পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক বিষয়গুলি মুখ্যমন্ত্রীর নজরে আনতে। সেজন্য ইমাম মোয়াজ্জিনদের পক্ষথেকে আগামী ২১ আগস্ট ২০২৩ সোমবার বেলা ২ টায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কনভেনশনের আয়োজন করা হয়েছে। এই কনভেনশনে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কলকাতার মহানাগরিক ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধান বক্তা হিসাবে থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী শফিক কাসেমী।এই সমাবেশে রাজ্যের ইমাম মোয়াজ্জিনদের পাশাপাশি সমস্ত স্তরের শিক্ষানুরাগী শুভানুধ্যায়ীদের হার্দিক আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয় উক্ত কর্মসূচি থেকে।
বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান, নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোঃ সফিক কাশেমী, রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা তথা পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ,সঈদ আলম, কামরুজ্জামান, বাকিবিল্লাহ,আব্দুল্লাহ, নিজামউদ্দিন, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, কুতুব উদ্দিন, রেহান আহমেদ কুরেশি সহ অন্যান্যরা।