সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে দরদিয়ার স্বাধীনতা দিবস পালন

নূর আহমেদ,মেমারী : ১৫ আগস্ট ২০২৩,মেমারির একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা দরদিয়া। দরদিয়া প্রকৃতপক্ষেই মানুষের প্রতি দরদ দিয়ে মানুষের উত্তরণ ঘটাতে চায়। মানুষের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলি মানুষের প্রয়োজনে যে সকল কর্মসূচি গ্রহণ করে সেই সকল কর্মসূচি সহ দরদিয়ার সবচেয়ে বড় কর্মসূচি মানুষকে শিক্ষিত করে তোলা। আর এই লক্ষ্যেই দরদিয়া নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর ফ্রি টিউশন সেন্টার চালিয়ে যাচ্ছে মেমারীতে। যে সকল ছাত্র-ছাত্রীর বাইরে শিক্ষকদের মাইনে দিয়ে আলাদা করে পড়ার ক্ষমতা নেই সেই সকল ছাত্র-ছাত্রী জোগাড় করে দরদিয়া তাদের শিক্ষাদান করে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। এছাড়াও দরদিয়া তাদের কর্মসূচি আরও প্রসারিত করতে বিভিন্ন জায়গায় শাখা তৈরি করতে চায়। যার মধ্যে আজ বর্ধমানের একটি শাখা এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যেই সূচনা ঘটল। আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানে গান নাচ যোগব্যায়াম এবং ব্যান্ডের গান পরিবেশিত হয়। মেমারির পথসাথীতে এই কর্মসূচি সম্পন্ন হয়।