|
---|
রহমতুল্লাহ,নদিয়া : গত ১৯শে ডিসেম্বর রবিবার নদিয়ার গোবিন্দপুরে অনুষ্ঠিত হলো কবি সম্মেলন পাশাপাশি রোপণ সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক নীলাদ্রি শেখর সরকার। সভাপতির আসন অলংকৃত করেন কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জয়নাল আবেদিন, শুভায়ুর রহমান, কৃষ্ণা ঘোষ, হজরত আলি প্রমুখ।স্বাগত ভাষণ দেন রোপণ সাহিত্য পত্রিকার সম্পাদক ফজলুর রহমান মন্ডল। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট জারি শিল্পী আজিমউদ্দিন মন্ডল, সুপর্ণা রায়, নওশাদ মল্লিক। সংবর্ধিত হন এলাকার কৃতি ছাত্র আকাশ মন্ডল । কবিতা পাঠ করেন কবি দীনমহাম্মদ সেখ, মোশাররফ হোসেন, সেরিনা খান, আশরাফ আলী, কেয়া সর্দার, ফজুল সেখ, ফতেমা বেগম, গৌতম বিশ্ব, হাফিজুর রহমান, রওশনারা বেগম, ফারুক আলী সহ আরও অনেকে। নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কবিতাপ্রেমী মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও শিল্পী সাধন পাত্র।