রাষ্ট্রায়ত্ত এলআইসির আইপিওর বিরুদ্ধে প্রচার আন্দোলনকে উত্তরবঙ্গ জুড়ে তীব্রতর করতে চলেছে বিভাগীয় বিমা কর্মচারী সমিতি

জলপাইগুড়ি: সংসদের আগামী বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রায়ত্ত এলআইসির আইপিওর বিরুদ্ধে প্রচার আন্দোলনকে উত্তরবঙ্গ জুড়ে তীব্রতর করতে চলেছে বিভাগীয় বিমা কর্মচারী সমিতি, জলপাইগুড়ি।

    আজ জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি প্রচারপত্র প্রকাশ করেন সমিতির সর্বভারতীয় নেতৃত্ব ধ্রুবজ্যোতি গাঙ্গুলী। বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী জানান , এলআইসির বিলগ্নীকরণের বিরুদ্ধে আগামী দিনে প্রচারপত্র বিলি , জেলা কনভেনশন , পথসভা ইত্যাদি কর্মসূচী পালন করা হবে। আগামী ২৩-২৪ ফেব্রুয়ারী দেশব্যাপী সাধারণ ধর্মঘটে বিমা কর্মচারীরাও সামিল হবেন। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থায় সাধারণ মানুষের সঞ্চয়ের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

    এলআইসি তার পলিসি গ্রাহকদের পরিষেবা দেবার ক্ষেত্রে আন্তর্জাতিক মাপকাঠি অতিক্রম করেছে এবং আগামী আন্দোলনে পলিসি গ্রাহক ও সর্বস্তরের সাধারণ মানুষকে এগিয়ে আসবার আবেদন করেন তিনি।