উত্তর ২৪পরগনার হিঙ্গলগঞ্জের আমফান ঝড়ে বিস্তির্ন এলাকায় নদী তীরবর্তিতে ত্রান নিয়ে মানুষজনদের পাশে গিয়ে হাজির হলেন ফুরফুরা শরিফ আহলে সুন্নাতুল কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব।

সংবাদদাতা : ৮জুন,সোমবার, উত্তর ২৪পরগনার হিঙ্গলগঞ্জের আমফান ঝড়ে বিস্তির্ন এলাকা, বাইনারি, পূর্ব খেজুরবেড়িয়া ,রুপমারি, ডাসা নদির তীরবর্তি এলাকা ত্রান নিয়ে গৃহহীন মানুষজনদের পাশে গিয়ে হাজির হলেন ফুরফুরা শরিফ আহলে সুন্নাতুল জানাতে কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরায়শী সাহেব। ডাসা নদির তিরে বসবাস করছে হাজার ডেরেক পরিবার। কারণ আমফান ঝরে বিদ্ধস্ত ঘরবাড়ির পরিবার অস্থায়ী ভাবে ছাউনি করে দিনযাপন করছে। পাঁচহাজার মানুষকে ত্রান তুলে দিলেন। পিরজাদা আব্বাস সিদ্দিকী তাদের অভিযোগ, কষ্টের কথা শুনলেন। শুকনোখাবার, তিলপোর, পানীয়জল ইত্যাদি তাদের হাতে তুলে দিলেন।তারা খুব কষ্টে আছে বলেন এই নদির পাড় বাঁধতে হবে না হলে ফিবছর এই রকম ভাবে ভাসিয়ে দেয়। উপস্থিত ছিলেন ফুরফুরা শরিফ আহলে সুন্নাতুল জামাতের উত্তর ২৪পরগনার সভাপতি পীরজাদা বাইজিদ আমিন সমাজকর্মি আবু আফজাল জিন্না,সমাজ কর্মি আরাফাত আহমেদ উপস্থিত ছিলেন। সংগঠন এর দায়িত্বশিল মুসা কারিমুল্লা, কুতুবুদ্দিন পুরকাইত প্রমুখ।