|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম দলীয় কর্মসূচি হিসাবে বিধায়ক অফিসে সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা ছাত্র সহসভাপতি মুকেশ শর্মা ও মেমারি ২ ব্লক যুব সভাপতি হিমাদ্রী মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিধায়ক বিজেপি কিভাবে বাংলার বিরুদ্ধে বদনাম করছে সেই বিষয়ে একটি ব্রিফিং নোট দেন। সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাকে উহানের সঙ্গে তুলনা করা হচ্ছে অথচ দেশের মধ্যে বাংলা ১৩ নং স্থানে আছে। অভিযোগ করেন করোনা ও আমফান পরিস্থিতিতে রাজ্য যখন হিমশিম খাচ্ছে তখন বিজেপি রাস্তায় না নেমে মিডিয়ায় সময় ব্যয় করছে। নোটে রাজ্যে ও দেশে আক্রান্ত, মৃত, করোনা টেস্টের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। লকডাউনে সাম্প্রদায়িক উস্কানি মূলক কাজে যখন বিজেপি লিপ্ত তখন বাংলার পুলিশ প্রশাসন জাতি, ধর্ম, রং না দেখে কাজ করেছে। প্রস্তুতি ছাড়া লকডাউন ঘোষণা করায় পরিযায়ী শ্রমিকরা অসহায়তার মধ্যে পড়ে। তাদের নিয়েও রাজনীতি করছে। অন্যান্য রাজ্য আমাদের ছেলেদের পরিষেবা না দেওয়ায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে হয়েছে। শ্রমিক ট্রেন নিয়েও রাজ্যকে নিশানা করে নানান মিথ্যা প্রচার করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী, ন্যূনতম পরিষেবাটুকু না দেয়ার ফলে ৮০জন পরিযায়ী শ্রমিককের মৃত্যু ঘটেছে যেটাকে বিজেপির দিলীপ ঘোষ ছোট ও বিচ্ছিন্ন ঘটনা বলে দায় সেরেছে ইত্যাদি অভিযোগ জানিয়ে খাদ্য সুরক্ষা, আমফান পরবর্তী ত্রাণ বিতরণ সহ বাংলার খতিয়ান তুলে ধরেন বিধায়ক নার্গিস বেগম। এক লক্ষ্য কোটির জায়গায় মাত্র এক হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে। বাংলার মানুষের ভাবাবেগ নিয়ে ছেলেখেলা কেউ ক্ষমা করবে না। ঘৃণ্য অপপ্রচার ছড়ানো বিজেপির সকল প্রচেষ্টার বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। আরও জানান বিধানসভায় ত্রাণ সংক্রান্ত কাজে বিজেপির কোনো ভূমিকায় ছিল না।