|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ির নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অনন্তোষ বাড়ছে তৃণমূল শিবিরে।কে প্রার্থী হবেন সেটা এখনো জানা না গেলেও প্রত্যেকেই জেনে গেছেন কোন ওয়ার্ড থেকে কে প্রার্থী হচ্ছেন।সেকারনেই দলের মধ্যে তৈরী হচ্ছে অসন্তোষ,দলীয় সুত্রের খবর মেয়র কে হবেন এটা নিয়েও তৃণমূলের অন্দরে তৈরী হচ্ছে কোন্দল।কেউ প্রার্থী হলে আরেকজন থাকবেন না এটাও সবার সঙ্গে সঙ্গে কলকাতাও খবর গিয়ে পৌছিয়েছে।সব ওয়ার্ড থেকেই তৃণমূলের প্রার্থীর সংখ্যা 5জন গিয়ে দাড়িয়েছে।সবার সাথে সাথে তৃণমূল কর্মীদের মনে একটাই জিঞ্জাসা গিয়ে দাড়াচ্ছে যে সত্যি সত্যি এবারের ভোটে জীতবে তো তৃণমূল?প্রতিদিনই কারো না কারো কাছে কলকাতা থেকে ফোন আসছে,কে পছন্দ?কে কতখানি কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি,সবমিলিয়ে ভোটের আগে কোনদিকথেকেই ভালো জায়গাতে নেই তৃণমূল কংগ্রেস।
শোনা যাচ্ছে মাত্র সাতজনকে টিকিট দেওয়া হবে,গতবারের বিজয়ীদের মধ্যে থেকে,এই খবর চারিদিকে ছড়িয়ে যাবার পর থেকেই প্রার্থীদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে,পুরসভা ভোটে গত দশ বছরে একেবারেই আশা জাগাতে পারে নি তৃণমূল কংগ্রেস তাই এবারে কোমর বেধে নেমে পড়েছে গোটা তৃণমূল নেতৃত্ব।যেভাবেই হোক দখল করতে হবে শিলিগুড়ি পুরসভা এটা মেনে চললেও যে সেটা হচ্ছে না সেটা জানেন সবাই।তাই যতদিন না পযর্ন্ত নাম ঘোষনা হচ্ছে ততদিনই চলবে এই টানাপোড়েন মনে করছে শিলিগুড়ির রাজনৈতিক মহল।