মাস্ক ব্যবহার না করায়, বহরমপুর থানায় আটক ১০০ জনের অধিক

মাস্ক ব্যবহারে সচেতন করতে কড়া ব্যবস্থা নিলেন বহরমপুর থানার পুলিশ। আটক ১০০ জনের অধিক

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : দীর্ঘ ৬ মাস থেকে “করোনা” ভাইরাসে জর্জরিত আছে পুরো ভারত, দীর্ঘ ৩ মাস সম্পূর্ণ ভারত কে লকডাউন করে রেখেও আটকাতে পারা যায়নি করোনার সংক্রমণ। লকডাউনের কারণে খুব জটিল পরিস্থিতি হয়ে যাচ্ছিলো নিম্ন শ্রেণীর মানুষদের, ঠিক মতো খাবার পর্যন্ত জুটছিলনা যার কারণে আনব্লক করা শুরু হয় পুরো দেশ। যেহেতু দরিদ্র মানুষ ও দেশের ইকনমির দিকে তাকিয়ে ইনব্লক করা হয়েছে দেশ কিন্তু কোনো ভাবেই করোনা সংক্রমণ থামছে না। আজকে দেশে করোনা আক্রান্ত সংখ্যা হলো প্রায় ১২ লক্ষ কাছাকাছি। প্রচণ্ড হারে সংক্রমণের গতির দিকে তাকিয়ে দেশের বিভিন্ন জেলা ভিত্তিক ভাবে লকডাউন ঘোষিত আছে। বাংলায় “করোনা” আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার।

    যদিও আনব্লক করা হয়েছে কিন্তু মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধে মাস্ক ব্যবহার কে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টিকে গুরুত দিতে চাইছে না তাই এবার মাস্ক ব্যবহারে করা ভূমিকা নিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশ। গতকাল বহরমপুর থানার পুলিশ বহরমপুরের প্রাঙ্গণ মার্কেটে মাস্ক না ব্যবহার করা ব্যক্তিদের আটক করার অভিযান চালান। মার্কেটের দোকানদার দের দোকান থেকে বের করে পুলিশ জিপে করে থানা নিয়ে যাওয়া হয়। ছোটো ছোটো গলির ভিতরে প্রবেশ করে দোকানদার দের বের করে নিয়ে আসা হয়। এমনকি সাধারণ মানুষকেও থানা তুলে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। প্রায় ১০০ জনের অধিক ব্যক্তিকে তুলে নিয়ে যায় পুলিশ।

    যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঘোষণা করা আছে যে মাস্ক ব্যবহার না করলে এক হাজার টাকা জরিমানা তার পরও মানুষ বিনা মাস্কেই চলা ফেরা করে চলেছে তাই বহরমপুর থানার পুলিসের এই অভিযান। তাছাড়া করোনার সংক্রমণের দিকে তাকিয়ে আগামীকাল ও শনিবার সম্পূর্ণ ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাছাড়া প্রতি সপ্তায় দুই দিন সম্পূর্ন লকডাউন রাখার সিদ্ধান্ত চলছে।