স্বাধীনতা দিবস উপলক্ষে শক্তিগড় যুব গোষ্ঠীর এক দিবসীয় ফুটবল ম্যাচ

লুতুব আলি : স্বাধীনতা দিবস উপলক্ষে শক্তিগড় যুব গোষ্ঠীর প্রদর্শনী ফুটবল ম্যাচ। বর্ধমানের উপকণ্ঠে বর্ধমান ২নং ব্লকের শক্তিগড় যুবগোষ্ঠী এক দিবসীয় ফুটবল ম্যাচের আয়োজন করেছিল। শক্তিগড়, বড়শুল, কৃষ্ণপুর, সোনাকুড়, বর্ধমান,পালা শ্রীরামপুর, মেমারি, হুগলি জেলার গুরাপের মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে উঠে শক্তি গড়ের বাদশা একাদশ ও কৃষ্ণপুরের সোমা একাদশ। সোমা একাদশ ৫-০ গোলে জয় লাভ করে। শক্তিগড় যুব গোষ্ঠীর সম্পাদক ও সভাপতি শেখ কামরুল হাসান এবং শেখ রতন জানান, প্রতিবছরই ঐতিহ্যপূর্ণ স্বাধীনতা দিবসের এক দিবসীয় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামি ফুটবল দলগুলি অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে অভিবাদন জ্ঞাপন করেন সেখ কবীর, সেখ সিরাজুল, সেখ আশরফ, ছোটো রতন প্রমুখ। মরহুম আঙ্গুর শেখ স্মৃতি কাপ বিজেতা সোমা একাদশের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন শেখ কামরুল হাসান। মরহুম কাশেম আলী মল্লিক স্মৃতি কাপ বিজিত বাদশা একাদশের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন শক্তিগড় যুবগোষ্ঠীর সহ-সম্পাদক শেখ সাবির। এছাড় ও ম্যান অফ দ্যা সিরিজ, ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ, সেরা গোলকিপার দের হাতে পুরস্কার গুলি তুলে দেন হাকিম মোল্লা, শেখ জার্জিস, শেখ মুন্না, শেখ আজিম প্রমুখ। খেলা পরিচালনা করেন শক্তিগড় যুব গোষ্ঠীর গেমস সেক্রেটারি শেখ শামসের আলম, সহযোগী রেফারি হিসেবে ছিলেন হাঁসু মল্লিক ও সুমন মল্লিক।