|
---|
আজাহারউদ্দিন : লকডাউন একটু স্বাভাবিক হতে নতুন বছরকে স্বাগত জানাতে কে জি এন অটোমোবাইল হুগলির তারকেশ্বর ভীমপুর রয়্যাল ইনফিল্ড আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।সরাসরি মানুষ রয়্যাল ইনফিল্ড বুলেট নিজের পছন্দমতো কিনতে পারবে।এই অফিস উদ্বোধন উপলক্ষে ইসলামী নিয়ম অনুযায়ী পবিত্র কুরআন পাঠ দিয়ে শুরু হয় ।এদিন আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে উদ্বোধন করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ মাওলানা মাহমুদুর রহমান, পীরনগর দরবার শরীফের পীরজাদা মাওলানা মুহাম্মদ আবুল কাসেম, এম এম মাদ্রাসা র চেয়ারম্যান আলহাজ সেখ মুজিবুল হক, কে জি এন অটোমোবাইল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক, এম ডি আলহাজ সেখ সাকির হোসেন, আলহাজ ইমাম হোসেন,নালিতাজোল গালর্স মাদ্রাসা র সম্পাদক মাওলানা সিবগাতুল্লাহ কাসেমী, সহ বিশিষ্টজনেরা।এছাড়া ও রয়্যাল ইনফিল্ড এর পক্ষে হাজির ছিলেন জেনারেল ম্যানেজার কৌসিক বাসু, আনন্দজী,অমর্ত্যজী,।কে জি এন অটোমোবাইল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক বলেন হেড অফিস শ্রীরামপুর হলেও দিন দিন মানুষের চাহিদা অনুযায়ী তারকেশ্বর ভীমপুর রয়্যাল ইনফিল্ড সমস্ত মডেল ও সার্ভিস সেন্টার আছে,বেশী দূরে যেতে হবে না পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ সুবিধা ও দামী গিফট এর ব্যবস্থা আছে আছে বলে জানান কর্তৃপক্ষ।