|
---|
সেখ সামসুদ্দিন : দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ৬১ তম বার্ষিক উৎসবে ২৪ তম রক্তদান শিবির উৎসব করা হয়। যেখানে মেমারি থানার সহযোগিতায় মহিলা রক্তদান শিবিরে ৫৩ জন মহিলা রক্ত দেন। রক্তদান শিবিরে সহায়তা করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক। বিধায়ক তহবিলে নির্মিত খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি মঞ্চের উদ্বোধন করেন বিধায়ক নার্গিস বেগম। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন সকাল দশটা থেকে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, বেলা ১১ টা থেকে রক্তদান শিবিরের পাশাপাশি চার দলীয় সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। মেমারি থানা একাদশ বনাম এমএলএ একাদশ টিম ও নতুন ভোটারদের উৎসাহিত করতে নতুন ভোটার বনাম মেমারি বিডিও প্রশাসন বনাম এসডিপিও একাদশের মধ্যে সম্প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। চূড়ান্ত খেলায় জয়ী হয় এসডিপিও একাদশ এবং রানার্স হয় এমএলএ একাদশ। ম্যান অফ দ্য সিরিজ এসডিপিও টিমের পলাশ, ম্যান অফ দ্য ম্যাচ সুব্রত, বেষ্ট কিপার সুব্রত, বেস্ট বোলার এজাজ, এমএলএ টিমের বেস্ট ফিল্ডার টুকাই ও বেস্ট ব্যাটসমান বিষ্ণু নির্বাচিত হয়। বেলা ২টা হতে বেবি’ শো এবং বিকালে কৃতি সন্তান সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। সন্ধ্যায় নৃত্য অনুষ্ঠান ও সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন রাখা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ আলী মোহাম্মদ অলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি পৌর প্রশাসক স্বপন বিষয়ী, সহ পৌর প্রশাসক সুপ্রিয় সামন্ত, মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, জেলা তৃণমূল যুব তৃনমূলের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি প্রলয় কুমার পাল, খাঁড়ো যুবক সংঘের সভাপতি ডাঃ বিপ্লব চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল বিনয় কুমার মুখার্জী, মেমারি থানার ভারপ্রাপ্ত অফিসার সুদীপ্ত মুখার্জী, প্রাক্তন কাউন্সিলর মানসুরা বেগম, ক্লাব সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।