ডি সি সি আই উইমেন্স সেলের উদ্যোগে মেদিনীপুর গান্ধী ঘাটে ভাতৃদ্বিতীয়া উদযাপন

নিজস্ব সংবাদদাতা: কনফেডারেশন অব পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উইমেন্স সেলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর তীরে গান্ধীঘাটে অনুষ্ঠিত হলো ভাতৃদ্বিতীয়া উৎসব। অনুষ্ঠানৈ সবাইকে স্বাগত জানান ডি সি সি আই এর সম্পাদক চন্দন রায়।এদিন উপস্থিত অতিথিরা ও ডি সি সি আই এর সদস্যদের, ধান-দূর্বা-প্রদীপ সহযোগে শঙ্খধ্বনির মাধ্যমে কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন ওমেন্স সেলের সদস্যারা। পাশাপাশি উপস্থিত সাংবাদিকবন্ধুদের কপালেও চন্দনে ফোঁটা পরিয়ে দেন ওমেন্স সেলের সদস্যারা। পাশাপাশি ছিল মিষ্টি মুখের আয়োজনও। গুরুত্ব ও গান্ধীঘাটের সৌন্দর্যায়ন নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিশিষ্ট রবীন্দ্র গবেষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী,রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ প্রভাকর সেনগুপ্ত,মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া, প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, বিশিষ্ট উদ্যোগপতি আর কে পাল, বিশিষ্ট সমাজসেবী শ্যামল দাস, সমাজসেবী গোপাল সাহা,ক্রীড়াবিদ্ বি জি মল্লিক, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, অরিন্দম দাস, মণিকাঞ্চন রায়,সুভাষ জানা, সুমনজিৎ দে,দেবরাজ চক্রবর্তী,কৃষ্ণগোপাল চক্রবর্তী, সুশান্ত কুমার ঘোষ, দেবব্রত পাত্র, অভ্রজ্যোতি নাগ, কৌশিক কঁচ, অনিমেষ প্রামাণিক, ফকরুদ্দিন মল্লিক, রাহুল কোলে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

    পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল ওয়াহেদ। এদিন ডিসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক চন্দন রায়,সহ সম্পাদক অমিতাভ রানা, রঘুনাথ দে, সহ সভাপতি অসীম কাইতি, অমল মল্লিক দীপঙ্কর দে,এ ডি বর্মন,মানস কুন্ডু সহ অন্যান্যরা। উইমেন্স সেলের পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী সংযুক্তা সরকার, সম্পাদিকা সুচেতা দে, সহ- সভানেত্রী শ্রাবনী মহাপাত্র, নন্দিতা দে, মৌমিতা রায়,অনিতা রায় সহ অন্যান্যরা। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ডিসিসিআই-এর সভাপতি আনন্দগোপাল মাইতি।