স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সুন্দরবন ব্যাঘ্র বিধবা প্রকল্পের তৃতীয়বর্ষ পূর্তি উদযাপন

নিজস্ব সংবাদদাতা: ভারতবর্ষের মানচিত্রে বৃহৎ একটা অংশ জুড়ে আছে সুন্দরবন।যেখানে রয়েছে পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।এই নদী ও সাগরে ঘেরা এই সুন্দরবন এলাকার বহু মানুষ নিজেদের জীবন-জীবিকা নির্বাহ করার জন্য প্রতিনিয়ত সুন্দর বনের গভীর জঙ্গলে যান মাছ, কাঁকড়া, মধু, মিন সংগ্রহ করতে।আর এই আজ করতে গিয়ে বাঘের মুখে পড়ে প্রাণ হারান অনেকেই।বাঘের আক্রমণে মৃতের সংখ্যা বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে বলেই মনে করেন অনেকেই।দুবেলা দুমুঠো খাদ্যের সন্ধানে বেরিয়ে বাড়ির কর্তার মৃত্যুতে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। বছর তিনেক আগে থেকেই সেইসব নিঃস্ব পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃপক্ষ।

    তাঁরা চালু করেছিলেন মাসিক বাঘ্র বিধবা ভাতা প্রকল্প। কয়েকদিন আগেই এই মাসিক ভাতা প্রকল্পের তৃতীয় বর্ষ পূর্তি হলো।প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রত্যেক মায়েদের হাতে মাসিক ব্যাঘ্র বিধবা ভাতার চেক ও নতুন বস্ত্র তুলে দিলেন স্বর্ণদীপ ট্রাস্ট কর্তৃপক্ষ।

    প্রতিমাসে এই সহযোগিতা পেয়ে অনেকেই মায়েরাই আনন্দে কেঁদে ফেললেন এবং দুহাত ভরে আশীর্বাদ করলেন স্বর্ণদীপ টিমকে। গতবছর এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছিল এবং এবারেও আরও কিছু উপভোক্তার সংখ্যা বাড়ানো হলো।স্বর্ণদ্বীপের পক্ষ থেকে জানানো হয় লাক্সবাগান পরশমনি মতো যেসব গ্রামে বেশকিছু অসহায় মায়েদের কাছে এখনও কোনরকম সাহায্যে পৌঁছায়নি সেইসব এলাকা সহ গোটা সুন্দরবনে অসহায় মায়েদের পাশে দাঁড়াতে স্বর্ণদ্বীপ সাধ্যমতো চেষ্টা করবে। স্বর্ণদীপ টীমের অন্যতম পরিচালক অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীব্লভপুর এলাকার ভূমিপুত্র শ্রীকান্ত বধূক জানান, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তাঁরা এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর।