|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : সাধারণ মানুষের সচেতনতার জন্য সাগরদিঘী থানায় এর আগে বহুবার হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী, কিন্তু এবারে অন্য চিত্র দেখা গেল, শনিবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীকে সামনে রেখে ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকরা হয়, জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবং সাগরদিঘী থানা ও সাগরদিঘী সব ট্রাফিক গার্ড এর পরিচালনায়।এদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার আইপিএস পিভিজি সতীশ পশুমার্থী, এছাড়াও উপস্থিত ছিলেন, জঙ্গিপুর এসডিপিও বিদ্যুৎ তরফদার, ডিএসপিটি সুকান্ত হাজরা, এছাড়াও অন্যান্য উচ্চ পদস্থ কারী আধিকারিকরা ।সাগরদিঘী ব্লকের প্রত্যেকটি অঞ্চলের তিনজন করে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, এই ম্যারাথন দৌড় শুরু হয়, সাগরদিঘী ফুলবন এলাকা থেকে বহিলা পাড়া মোড় পর্যন্ত , মোট পাঁচ কিলোমিটার দৌড় হয়।ম্যারাথন দৌড় প্রতিযোগীদের হাতে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয়, সঙ্গে মানি পুরস্কারও তুলে দেওয়া হয়। এবং প্রত্যেক প্রতিযোগিতার হাতে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।