বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াকে স্মার্ট ফোন প্রদান করলো স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর : বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াকে স্মার্ট ফোন প্রদান করলো মেদিনীপুরের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন। জানা গেছে, কেশপুর ব্লকের ধলহারা গ্রাম পঞ্চায়েতের নরসিংহ্পুর গ্রামের সত্য মাইতি নামে একজন পড়ুয়া খুব দরিদ্র। পড়ুয়াটি ১০০ শতাংশ অন্ধ। বর্তমানে তিনি বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের ছাত্র। করোনা কালে অনলাইনে ক্লাস করতে বিশেষ মোবাইল দরকার। টাকার অভাবে বিশেষ ধরনের মোবাইল কিনতে না পারায় শরণাপন্ন হয় পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোন্নাইয়ার নিকট। তিনি সংকল্প ফাউন্ডেশনের ডিরেক্টর শান্তুনু পান্ডাকে বিষয়টি জানান এবং অনুরোধ করে স্মার্টফোনটিকে কিনে দেওয়ার জন্য।

    পরবর্তীতে অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোন্নাইয়ার উদ্যোগে সংকল্প ফাউন্ডেশনের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক সহায়তায় বিশেষ ধরনের স্মার্টফোন কিনে আজ সত্য মাইতির হাতে তুলে দেওয়া হয় অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোন্নাইয়ার চেম্বারে। তাঁর হাতে মোবাইল তুলে দেওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোন্নাইয়া ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, সদস্য পিন্টু সাউ, সদস্য নরোত্তম দে, সদস্য আনিস সাউ প্রমুখ।