|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে শুক্রবার সকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস। এদিন সকালে প্রথমে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে এবং পরে হবিবপুরে অবস্থিত শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে সংগঠনের পক্ষ থেকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর দুই সদস্য অধ্যাপক মন্টুরাম জানা ও শিক্ষক পরিমল মাহাত,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু, ইউনিটের সহ- সভাপতিদ্বয় ডঃ প্রসূন কুমার পড়িয়া ও উত্তম কুমার রায়, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, সহ-সম্পাদকদ্বয় দেবীপ্রসাদ নন্দী ও সুদীপ কুমার খাঁড়া, কোষাধক্ষ্য ডাঃ অরূপ কুমার দাস, সহ-কোষাধ্যক্ষ তারাপদ বারিক,ইউনিটের কার্যনির্বাহী সমিতির দুই শিক্ষক সদস্য অতনু কুমার মিত্র, বিশ্বজিৎ সাহু, ইউনিটের সদস্য পঙ্কজ কুমার পাত্র, শিক্ষক নরসিংহ দাস প্রমুখ।