ভারতীয় সেনা ইমারন এর ‘ও’ নেগেটিভ রক্ত দানে প্রাণ বাঁচালো প্রসুতি মহিলার

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : আদরি খাতুনের গর্ভে সন্তান মারা যাওয়ার কারণে ভারতীয় সেনা ইমারন এর ‘ও’নেগেটিভ রক্ত দানে প্রাণ বাঁচালো আদরির। উল্লেখ্য গত ১৩ ই ডিসেম্বর সোমবার মুর্শিদাবাদের মির্জাপুর গ্রামের বাসিন্দা আদরি খাতুনের গর্ভে সন্তান মারা যাওয়ার কারণেই মুর্শিদাবাদ মেডিক্যাল তাকে কলেজে ভর্তি হয়, চিকিৎসক জানাই পেসেন্ট এর দেহে রক্তের অভাব দ্রুত ‘ও’ নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, সঙ্গে সঙ্গে পেশেন্টের পরিবার ‘মানবতার পাশে আমরা’ স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক হাবিবুর রহমান কে জানাই, উনি পরিবারকে আশ্বাস দেন রক্তের ব্যবস্থা হয়ে যাবে।

    তিনি ও নেগেটিভ রক্ত বহু খোঁজাখুঁজির পর অবশেষে খোঁজ মেলে ভারতীয় সেনা ইমরানের কাছে। তৎক্ষণাৎ ভারতীয় সেনা ইমরান আলী কে জানালে তিনি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পৌঁছে যান এবং ব্লাড ডোনেট করেন। অন্যদিকে সংগঠনের সদস্য আসাদুল্লাহ সেখ (আতিফ) জানান একজন দেশের সৈনিক আমাদের জন্য বর্ডার এ ডিউটি করে এবং ছুটিতে বাড়ি এসেও তিনি মানুষের সেবা করতেও দ্বিধা বোধ করেননি। তিনি শুধু একজন আর্মি নন রক্ত যোদ্ধাও বটে এবং মানবতার পাশে আমরা সংস্থা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সেনা ইমরান আলী কে এবং আদরি খাতুন এর দ্রুত সুস্থতা কামনা করেন।