|
---|
গাজল: গাজলের দেওতলা সংলগ্ন এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে ভুটভুটি সাথে লরির সংঘর্ষে ঘটনাস্থলে ভুটভুটি গাড়িতে থাকা একই পরিবারের 4 জন গুরুতর আহত হয়।
জানা গেছে ওই পরিবারের চারজন মিষ্টির দোকান নিয়ে মেলা করতে যাচ্ছিল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এলাকায়। যাওয়ার সময় গাজলের দেওতলা 512 নং জাতীয় সড়কে পেছন থেকে লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা আক্রান্ত হয়।
স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজল হাসপাতাল নিয়ে আসেন। ভুটভুটি গাড়ি গরম জলে চারজনের উপর পড়ে যায় তাদের অবস্থা আশঙ্কাজনক। দম্পতি ও তাদের দুই মেয়ে গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে মালদা পাঠানো হয়েছে।
জানা যায় চারজনের মধ্যে মন্টু বিশ্বাস 45 বছর বয়স শম্পা বিশ্বাস তারা স্বামী-স্ত্রী ও তাদের দুই মেয়ে সুজাতা বিশ্বাস ও সাথী বিশ্বাস সকলেই মারাত্মকভাবে আহত হয় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার বিকালের দিকে।