|
---|
খড়গপুর,১৩ই এপ্রিল: খড়গপুরে পোস্টার খোলা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, তাঁর সামনে পোস্টার খোলা হলে আধিকারিকের প্যান্ট খুলে নিতেন। এই মন্তব্য নিয়েই মেদিনীপুর জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। দিলীপকে কটাক্ষ করেছে তৃণমূলও।
রামনবমীর আগে রাতারাতি বিজেপির পোস্টারে ছেয়ে গিয়েছিল খড়গপুর। পোস্টারের মুখ স্থানীয় বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায়, কয়েক জায়গায় পোস্টার খুলে দেয় কমিশন। তার জেরেই তেল-বেগুনে জ্বলে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি। হুমকি দিয়ে বলেন, তাঁর সামনে পোস্টার খোলা হলে, আধিকারিকের প্যান্ট খুলে নিতেন। তিনি বলেন, ‘সামনে পোস্টার খুললে আধিকারিকের প্যান্ট খুলে নিতাম ৷ তৃণমূলের কোনও পোস্টার যেন না দেখি ৷ তৃণমূলের পোস্টার দেখলে রাস্তায় নামব ৷’