|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : লালগোলা কলেজ আরবী বিভাগ কর্তৃক বিভাগীয় নবীনবরণ উদযাপন ও আরবী ভাষার ডিপ্লোমা শংসাপত্র প্রদান অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোমনাথ চক্রবর্তী মহাশয়, আরবী বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান, কলেজ প্রস্তুত কমিটির প্রাক্তন সম্পাদক জনাব মোজাম্মেল হক সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াৎ ও আরবী গজলের মধ্য দিয়ে।এছাড়া নবাগত ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের প্রফেসরগন। আরবী বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান বলেন ছাত্রদেরকে আরবি ভাষা ও সাহিত্যের জ্ঞান আহরণের উচ্চ শিখরে পৌঁছাতে হবে।কেবলমাত্র শিক্ষার মানপত্রের উপর নির্ভর করেই সাফল্য অর্জন করা যায় না।প্রকৃত শিক্ষা একজন ছাত্রকে সুপ্রতিষ্ঠিত ও সুপথগামী করে তোলে।
এছাড়াও এই বর্ণাঢ্যময় অনুষ্ঠানে মোজাম্মেল হক আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা ও সিলেবাস নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন ও আরবি ভাষা ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তৃতা পর্ব শেষে চলে নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট প্রদান । এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আরবী ভাষার সঙ্গীত, গজল, আবৃতি,কৌতুক ও বিনোদন পর্ব দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন কলেজের শিক্ষার্থীরা।