সুযোগ পেলেই আমার স্তনে হাত দিত ও’, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর রাজ্য 13 April 2019 by নতুন গতি নতুন গতি ডেস্ক: স্তনে জোর করে হাত ঢুকিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছিল ও’ এই বিস্ফোরক মন্তব্য করলেন কন্নড় অভিনেত্রী শ্রুতি হরিহরণ। সম্প্রতি, অভিনেত্রী শ্রুতি কন্নড় অভিনেতা অর্জুন সার্জার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।