|
---|
সেখ সামসুদ্দিন, ৩১ আগস্টঃ শিশুকে তো আমরা আগামীদিনের ভবিষ্যৎ বলে থাকি, পথশিশুদের বেলায়ও কী ব্যাপারটা একই রকম থাকে? এখানে ব্যাপারটা পাশার দানের মতো উল্টে যায়। আজকের পথশিশুরা আগামীদিনের ছিনতাইকারী, পকেটমার, মাদক সম্রাট। অন্ধকার গলিতে ছুরি বের করে আপনার-আমার গতিরোধ করবে এরাই। তখন কাকে দোষ দিবেন? বর্ধমান স্টেশনে ‘সহজ পাঠ’ গ্রুপ প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে এদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য, শিক্ষার আলো নিয়ে এসে সমাজে সাধারণ মানুষের মতো যাতে তারা বাঁচতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে ‘সহজপাঠ’ গ্রুপ। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ‘সহজপাঠ’ গ্রুপের এই প্রচেষ্টা চলে আসছে | আজ রাখীর দিনে পথ শিশুদের হাতে রাখি পরিয়ে ও পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে শিক্ষার মেলবন্ধন ঘটানোর একটা প্রয়াস। তার সঙ্গে ছিল সিঙ্গারা ও মিষ্টি এবং আপেল |
শিশুরা টিফিন পেয়ে আনন্দে আত্মহারা |