পূর্ব বর্ধমানের রায়নাতে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা।

সংবাদদাতা, নতুন গতি ; পূর্ব বর্ধমানের রায়নাতে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। বর্ধমানের বিমস মাল্টিস্পেশালিটি হসপিটাল ও জামালপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে রায়নাতে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা শিবির। রায়না ভোলানন্দ বিদ্যায়তনে অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বর্ধমানও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক এবং মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুরবান খান। কাজী মোহাম্মদ রফিক বলেন, রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে দুস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সুগার টেস্ট ও ইসিজি করা হয়। বর্ধমানের বিমস মাল্টিস্পেশালিটি হসপিটাল ও জামালপুর লায়ন্স ক্লাব বিনামূল্যে চিকিৎসা শিবিরের মূল উদ্যোক্তা। এই স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। বিমস মাল্টি স্পেশালিটি হসপিটাল এর পক্ষে উপস্থিত ছিলেন ডা. এম কাশেম, ডা. এস মুখার্জি। জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. শাওন ভট্টাচার্য, সুশান্ত চন্দ্র, রাজশ্রী সামন্ত প্রমুখ।