|
---|
নিজস্ব সংবাদদাতা : জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে* খানাকুল এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অভিজিৎ বাগের নেতৃত্বে ঠাকুরানীচক অঞ্চল তৃনমূল কংগ্রেসের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি , রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জীবনদায়ী ঔষধ এর দাম বৃদ্ধির ,১০০ দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন খানাকুল এক নং প্রাক্তন ব্লক সভাপতি মাননীয়,অভিজিৎ বাগ, সত্য মান্না,ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মন্ডল, ও খানাকুলের যুবনেতা তথা ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ।