|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতি বছরের ন্যায় এ বছরও মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর অন্যতম সংগঠন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এর ৪ঠা জুন ২৮ তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে সাগরদিঘী থানা প্রাঙ্গণে। এদিনের রক্তদান শিবিরে মহিলাদের রক্তদান ছিল চোখে পড়ার মতো। রক্তদানে বাদ যায়নি প্রতিবন্ধী প্রেম ভকত, শারিরিক প্রতিবন্দকতা সত্বেও এই নিয়ে তিনি ছয় বার রক্তদান করেন। এদিন হুকারহাট এর বাসিন্দা হায়দার আলী চক্ষু দান করেছে বলে জানান ট্রাস্টের কোষাধক্ষ্য মির্জা জাজবুল।
শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস, সাগরদিঘী এস.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক , বি. এম. ও. এইচ.,এম. এ. সামীম, অভিনেতা রবীন দত্ত, অভিনেতা অচ্চুত চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা।
এদিন রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট ১৪১ জন রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গোলাপ ফুল, গাছের চারা, ছাতা, কফি কাপ, তুলেদেন। সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস বলেন আমরা প্রত্যেকেই জানি ইতিহাসের পাতায় বিভিন্ন বিপ্লব আন্দোলনের কথা পড়ে এসেছি, যদি কখনো রক্ত বিপ্লব নিয়ে ইতিহাস রচিত হয়, তবে সেই বিপ্লবের সূচনা হবে সাগরদিঘী থেকেই, কারণ সাগরদিঘীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যেভাবে রীতিমতো রক্তদানে এগিয়ে এসেছে তা আগামী দিন তাদের ইতিহাসের পাতায় পালক যোগ করবে বলে মনে করি। এদিন শিবিরের সমস্ত রক্ত তুলে দেওয়া হয় সাগরদিঘী ব্লড ব্যাংক এবং জঙ্গীপুর ব্লড ব্যাংকের কর্তাদের হাতে। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান ব্লাড ব্যাংকে যেন রক্তের যোগান ২৪ ঘন্টা থাকে এবং রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষ রোগীকে হয়রানী হতে না হয়। সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে ব্লাড ব্যাংকের ডাক্তারদের।