|
---|
ইলিয়াস মল্লিক,নতুন গতি: হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের ভূমি দপ্তরের রাজস্ব আধিকারিক মাননীয় রবি শংকর দাস মহাশয় অবসর নিলেন আজ।
রবি মহাশয় তাঁর কর্মজীবনের শুভ সূচনা করেন 1994 সালের 24 শে জুলাই বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকের রাজস্ব বিভাগে চার সপ্তাহের ট্রেনি রুপে। তারপর যথাক্রমে হুগলি জেলার শ্রীরামপুর, চন্ডীতলা, ডানকুনি এরপর বহরমপুর ও বাংলার বিভিন্ন জায়গায় ভূমি ও রাজস্ব বিভাগের বিভিন্ন পদে কর্মজীবন অতিক্রম করে অবশেষে 2012 সালের 11 ই অক্টোবর জগৎবল্লভপুর ব্লকের তিনি “আর ও” অর্থাৎ রাজস্ব আধিকারিক হিসাবে কাজ শুরু করেন। জগৎবল্লভপুরে তিনি দীর্ঘ সাত বছর এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন একজন সৎ ও কর্মনিষ্ঠ রাজস্ব আধিকারিক হিসেবে।
আজ তার কর্মজীবনের অন্তিম কালে, সকলের ভালোবাসা ও সহকর্মী আধিকারিকদের সংবর্ধনা নিয়ে বিদায় নিলেন। তার সরকারি আধিকারিক দের সাথে কাটানো সময় ও হাস্যকর অভিজ্ঞতা মনে করিয়ে দিলেন বিদায় সংবর্ধনা বক্তৃতায় তারই এক সরকারি আধিকারিক। রবি বাবুর মত অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শ পেয়ে তার সহকারি কর্মচারীবৃন্দরা ধন্য এই বলে মন্তব্য করলেন তারা। রবি বাবুকে পুষ্পস্তবক দিয়ে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন মাননীয় রাজস্ব আধিকারিক গৌতম দাস, অঞ্জন মালাকার, জয়ত্রী দত্ত ও মোহরা বৃন্দরা।