|
---|
সংবাদদাতাঃ ১৬এপ্রিল,মঙ্গলবার,পূর্ব বর্ধমানে মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে খতম বুখারী মজলিস অনুষ্ঠিত হল বাদ মাগরিব৷ নবনির্মিত জামিয়া মসজিদের দ্বি তলে যেখানে প্রায় আড়াই হাজার মানুষ এক সঙ্গে নামাজ পড়তে পারেন সেইখানে অনুষ্ঠানটি হয়৷ এই মাদ্রাসার ৩৬জন ছাত্র মাওলানা কোর্স ও ৫৪জন ছাত্র কোরানে হেফজ সম্পন্ন করেছে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত খ্যাতনামা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইশায়াতুল উলুম আক্কেলকুয়ার স্বনামধন্য মুহাদিস হজরত মওলানা আব্দুল রহিম সাহেব ঐ বরকতময় অনুষ্ঠানে অলংকৃত করেন৷ তিনি দ্বীনি শিক্ষা শুরুরএবং নীরবে জীবন চলার বহু দিক নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন৷ দোয়া মধ্যেই এই খতম বুখারী অনুষ্ঠানটি শেষ হয়৷ উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেম জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠাতা জনাব গোলাম আহমাদ মোর্তজা,অধ্যক্ষ ক্বারী শামসুদ্দিন আহমাদ,শিক্ষা অধিকর্তা তালেবুল্লাহ কাশেমী প্রমুখ৷উপস্থিত ছিলেন মামূন স্কুলের প্রধান শিক্ষক সানাউল্লাহ মণ্ডল৷