|
---|
নিজস্ব প্রতিনিধি,এগরা: মঙ্গলবার রাতে অঝোর ধারায় বৃষ্টির ফলে ভেঙে পড়ল ডিসেম্বরে উদ্বোধন হওয়া পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার “এগরা রোড সেফটি পার্ক”।
গত বছর ২৩শে ডিসেম্বর তৈরি হয়েছিল এই রোড সেফটি পার্ক। এই পার্ক গড়তে পরিবহন দফতর ৪৪ লক্ষ টাকা খরচ করেছিল। মূলত বরিষ্ঠ নাগরিকদের জন্যই গড়ে উঠেছিল এই পার্ক। বেশ কয়েদিন ধরে প্রবল বর্ষণের ফলেই পার্কের পেছনের দিকের অংশটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং ধস খেয়ে ভেঙে যায়।
পার্কটি প্রথম থেকে নড়বড়ে ছিল বলে স্থানীয়দের দাবি। আর এই নড়বড়ে থাকার ফলেই ধস খেয়ে ভেঙে গিয়েছে বলে একাংশের দাবি।
যথারীতি দ্রুত ইঞ্জিনিয়ার দিয়ে পার্কটি রূপায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন এগরার পৌরপ্রধান শঙ্কর বেরা। কয়েকদিনের মধ্যেই রূপ ফিরে পাবে এই পার্ক।