Breaking news: ভোটের মুখে বড় ঘোষণা, পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে রাজ্য

নতুন গতি ওয়েব ডেস্ক: ভোটের মুখে বড় ঘোষণা, পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে রাজ্য। টানা ১২ দিন বেড়ে রবিবারই থিতু হয়েছে পেট্রোলের দাম। এ দিনই বড়োসড়ো ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, “পেট্রোল, ডিজেলের উপর রাজ্যের চাপানো শুল্কের বেশ কিছুটা অংশ হ্রাস করা হবে”। জ্বালানির দাম নিয়ে নাভিশ্বাস ওঠা সাধারণ মানুষের এতে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

    রাজ্যের অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা হালকা করতেই রবিবার রাত থেকে পেট্রোল, ডিজেলের উপর রাজ্যের চাপানো সেস ১ টাকা করে হ্রাস করা হবে। অর্থাৎ, আজ মধ্যরাত থেকেই পেট্রোল, ডিজেলের দাম ১ টাকা করে কমে যাবে রাজ্যে।
    প্রসঙ্গত, রবিবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯১.৭৮ টাকা। অন্যদিকে লিটার পিছু ডিজেলের দাম ৮৪.৫৬ টাকা।

    শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এটা অনেকটা ‘ধর্ম সংকটে’র মতো পরিস্থিতি। কেন্দ্র এবং রাজ্যগুলিকে এমন একটি উপায় বের করতে হবে, যাতে গ্রাহকদের কাছে জ্বালানির খুচরো মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে থাকে। পেট্রোল, ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাজ্যগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এক বার তারা কোনো নির্দিষ্ট হারের বিষয়ে একমত হয়ে গেলে, সারা দেশে পেট্রোলের সমান দাম হতে পারে।