নজরবন্দি থেকেও অনুব্রতর পার্টি অফিস থেকেই ভোট পরিচালনা –

খান আরশাদ, বীরভূম —

    নির্ব্বাচন কমিশনের নির্দেশে নজরবন্দি থাকা অনুব্রত মন্ডল তাঁর নিজের বুথে গিয়ে ভোট দিলেন। আজ বুথ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পর তিনি এজেন্টেরও খোঁজ নেন। এর পর বাইকে করে তিনি দলীয় কার্যালয়ে ফিরে আসেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন। নির্ব্বাচন কমিশন তাঁর মোবাইল জমা নিয়েছেন। এপ্রসঙ্গে তিনি বলেন একটা মোবাইল নিয়েছে তো কি হয়েছে। হাজারটা মোবাইল রয়েছে তাঁর। তিনি জানান নির্ব্বাচন কমিশন নয় তাঁর নকুলদানারই জয় হয়েছে। অনুব্রত মন্ডলকে মোবাইল জমা নেওয়া সহ নজরবন্দি করায় বিরোধীরা অনেকটাই নিশ্চিত ছিলেন যে এবারের ভোটে অনুব্রতর সঙ্গে তাঁর কর্মীদের যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হল। কিন্তু বাস্তবে উল্টো চিত্রই দেখা গেলো এদিন। ভোট দিয়ে এসেই অনুব্রত মন্ডল তার প্রিয় রানা সিংহকে পাশে বসিয়ে কর্মীদের একের পর এক নির্দেশ দিয়ে গেলেন। তিনি কর্মীদের মোবাইল ও পার্টী অফিসের ল্যান্ড লাইন ফোন থেকে জেলার বিভিন্ন প্রান্তের কর্মীদের সঙ্গে কথা বললেন। কখনো হাত চালা, তো কখনো ভোট কেমন হচ্ছে? পোল কত হল? বলে কর্মীদের কাছ থেকে খবর নিলেন। অনুব্রত অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনী নিরেপেক্ষভাবে কাজ করছেনা। সাঁইথিয়ার একটি বুথে প্রার্থী শতাব্দী রায়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী খারাপ ব্যাবহার করে এবং এব্যাপারে অভিযোগও করা হয়েছে বলে জানান অনুব্রত ওর্ফে কেষ্ট মন্ডল।