পর্দার উপর নিষেধাজ্ঞা শ্রীলংকাতে

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর
মুসলিম নারীদের পর্দা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলংকা। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে এমন বিতর্কিত ও মুসলিম নারীদের পর্দার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

    দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রোববার বিশেষ ক্ষমতা বলে ওই নির্দেশিকা জারি করেন৷

    আজ সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।
    নতুন এ নিষেধাজ্ঞার কারণে দেশটির মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা, নিকাব বা মুখ ঢেকে রাখার পোশাক পরে বাইরে বেরোতে পারবেন না।

    গত সপ্তাহে পার্লামেন্টের সংসদ সদস্য অশু মারাসিংহে বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা হয় এমন যেকোনো ধর্মীয় রীতি মেনে তৈরি পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব করেন।

    এদিকে সিরিজ বোমা হামলার পর থেকে দেশটির মুসলমানদেরকে বিভিন্ন স্থানে আক্রমণের মুখে পড়তে হয়েছে।