|
---|
সেখ সামসুদ্দিন : কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষি বিল বিরোধী আন্দোলনের সমর্থনে সিপিএম সহ বিরোধী দলগুলির ভারত বনধ্ ডাকে। সেই বনধ্ কে নৈতিক সমর্থন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে কৃষিবিলের বিরুদ্ধে ও কৃষকদের দাবিতে আজকের বনধ্ সম্পূর্ণ সফল। মেমারি শহরে জরুরি পরিষেবা ছাড়া সকল প্রকার ব্যবসা বানিজ্য বন্ধ। সকালের দিকে সিপিএম জেলা সম্পাদকমন্ডলীর সদস সনৎ ব্যানার্জীর নেতৃত্বে ও জাতীয় কংগ্রেস দলের প্রদেশ সদস্য তুষার কান্তি পান, ব্লক সভাপতি জাকির হোসেন, যুবনেতা অনীক সাহা’র নেতৃত্বে ও উভয় দলের কর্মীবৃন্দের উপস্থিতিতে মেমারিতে জিটিরোড প্রতীকী অবরোধ করা হয়।