|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমানে জেলার মেমারি তারকেশ্বর লাইনে কেন্না সায়ড়েরপাড় মোড়ে কেন্দ্রেরে কৃষি আইনের বিরোধিতায় গাড়ী বনধ করলো কৃষকরা। উপস্থিত সংগঠনের কর্মীরা রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রাকিব সরকার, মহ. বদরুদ্দোজা, সাইফ সরকার, খেঁদা, আরও অনেকে উপস্থিত ছিলেন। সারা ভারত বর্ষ জুড়ে বনধ ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। সারাদিন ধরেই শান্তিপূর্ণভাবে বনধ পালন করা হচ্ছে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। কেন্দ্রের কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো অভিযানে ডাক দেয় কৃষক সংগঠনগুলি।