|
---|
নিউজ ডেস্ক: বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, মানব জাতির পথ-প্রদর্শক, শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্মদিন উপলক্ষে মিলাদুন্নবী জলসা মহাসাড়ম্বরে পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউন রাইগাছি নিউ জেনারেশন অর্গানাইজেশন এর পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ইমাম-মুয়াজ্জিনদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি ধর্মীয় আলোচনা সভা ও দুঃস্থদের মধ্যে বস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হয়।
উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, রাজাহাট নিউটাউন মাঝের আইট দরবার শরীফের মুখ্য নির্দেশক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পীরজাদা আলহাজ্ব মাওলানা এ কে এম ফারহাদ সাহেব, বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিজিৎ নন্দী, যুব ফেডারেশনের সভাপতি জনাব কামরুজ্জামান, রাজ্য ইমাম নেতা হাফেজ মাওলানা আজিমুদ্দিন, উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম কো-অর্ডিনেটর পীরজাদা জনাব হাসানুজ্জামান, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে ইনজামাম সহযোগিতায় সামাদ সাহেব, আনসার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা।